ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
ইসলামী ব্যাংকের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীআহ্ সুপারভাইজরি কমিটির সভা ২৩ ডিসেম্বর ২০১৪ মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান ও আল জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম (মাদ্রাসা-ই-ফুরফুরা শরীফ)-এর মুফতী ও মুহাদ্দিস ছাইদ আহমদ এতে সভাপতিত্ব করেন।

   

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য ও মাদ্রাসা-ই-মেছবাহুল উলুম-এর প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ছেরাজুল ইসলাম, ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোঃ আব্দুর রকীব, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া-এর অধ্যাপক ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সহযোগী অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন, ড. মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মানজুরে ইলাহী এবং মারকাজুল উলুম, কর্ণপাড়া, সাভার-এর মোহতামিম মাওলানা মুহিউদ্দীন রব্বানী।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, নুরুল ইসলাম খলিফা এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শরী‘আহ পরিপালন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় ও ব্যাংকের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করা হয়।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।