ঢাকা: প্রায় আট হাজার আচারের মধ্যে খুলনার ফারহানা আক্তারের আচার হয়েছে দেশসেরা। ১৫তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা’২০১৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা আচারের জন্য তাকে দেওয়া হয়েছে ২ লাখ টাকার চেক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ফারহানাসহ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
প্রাণ-আরএফএল গ্রুপের সিইও মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.), চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফিন্যান্স) উজমা চৌধুরীসহ গ্রুপের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বরাবরের মতো এবারও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
সারা দেশ থেকে তিন হাজার ২৭৩ জন প্রতিযোগীর পাঠানো আচারের সংখ্যা প্রায় আট হাজার চারশ’টি।
এর মধ্যে চূড়ান্ত পর্বে ৮৩টি আচারের মধ্য থেকে ২০১৪ সালের বর্ষসেরা আচার হিসাবে নির্বাচিত হয়েছে খুলনার ফারহানা আক্তারের আচার। বিজয়ীকে দেওয়া হয় নগদ দুই লাখ টাকা।
টক বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে ঢাকার জেনিফার মাহমুদ ঋতু, কুমিল্লার আনোয়ারা বেগম ও ঢাকার ফেরদৌসী।
মিষ্টি বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে ঢাকার হোসনে আরা জাহান, শবনম নার্গিস ও রোকসানা পারভীন।
ঝাল বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে বগুড়ার হোসনে আরা, সিলেটের সাবরিনা খান ও ঢাকার জুবাইদা নাজনীন।
মিক্সড (অন্যান্য) বিভাগে ১ম, ২য় ও ৩য় হয়েছেন যথাক্রমে ঢাকার নুরজাহান চৌধুরী ও শৈলী অর্ণা এবং রংপুরের মাহমুদা হাসান সুরভী।
প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীকে একটি করে ৪২ ইঞ্চি ভিশন এলইডি টিভি, দ্বিতীয়কে ল্যাপটপ, এবং তৃতীয়কে আইপিএস পুরস্কার দেওয়া হয়।
এছাড়া বিভিন্ন বিভাগ থেকে ৩৫ জনকে শুভেচ্ছা পুরস্কার হিসাবে দেওয়া হয় ডিনার সেট ও কুকার।
এবারের আচার প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নিশাত পারভীন, অভিনেত্রী শর্মিলী আহমেদ, দীপা খন্দকার ও রোজী সেলিম, কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, রূপ বিশেষজ্ঞ শারমিন শীলা, রন্ধনবিদ মনিরা সুলতানা, সংবাদ উপস্থাপক ফারহানা নিশো, মহিলা হ্যান্ডবল দলের অধিনায়ক তৃপ্তি এবং আরএফএল হোম মেকার অফ দ্য ইয়ারের দ্বিতীয় রানার আপ শারমিন তাবাসসুম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ছিল কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন, কণা ও হৃদয় খানের সঙ্গীতসহ নানা পরিবেশনা।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪