যশোর: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড যশোর শাখার উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মধ্যে ১৫শ কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের চিত্রামোড় এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ভবনে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।
এ সময় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ, দ্বিতীয় কর্মকর্তা আনোয়ারুল হক, সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মাহিদুল হাসানসহ শাখার বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪