ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

র‌্যাপোর্ট অ্যাওয়ার্ড ’১৪ পেলেন আল-আরাফাহ্ ব্যাংকের এমডি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
র‌্যাপোর্ট অ্যাওয়ার্ড ’১৪ পেলেন আল-আরাফাহ্ ব্যাংকের এমডি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: র‌্যাপোর্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন এইচআর ডেভেলপমেন্ট-২০১৪ পেলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।



শনিবার আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জালাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবসম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার পান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সাহাদাত হোসেন, সাবেক সচিব ড. সৈয়দ নকীব মুসলিম, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক এবং ৠাপোর্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. এম. মোশারফ হোসেন, ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুস সায়াদাত, ভাইস প্রেসিডেন্ট মো. মাজহারুল ইসলাম ও সহকারী ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।

দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ সম্মাননা দেয় প্রশিক্ষণভিত্তিক প্রতিষ্ঠান ৠাপোর্ট বাংলাদেশ লিমিটেড। এ বছর ১০জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘন্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।