ঢাকা: স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী।
শনিবার (২৭ ডিসেম্বর) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কামাল মোস্তফা চৌধুরী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক। এছাড়া ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) ঢাকা ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য।
এর আগে তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও ইসি কমিটির চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রামের বাঁশখালী থানার গুনাগরী গ্রামে কামাল মোস্তফা চৌধুরীর বাড়ি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪