রাজশাহী: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ২৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মহানগরীর রাণীবাজার এলাকার এআরসি বিজয় টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম শাখাটির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। ব্যাংকটিতে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। কৃষিভিত্তিক বিশেষায়িত ব্যাংক না হলেও কৃষি উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টিতে জমির কাগজপত্র ছাড়াই দশ লাখ টাকা পর্যন্ত সমাজের গ্রহণযোগ্য দু’জন ব্যক্তির গ্যারান্টিতে ব্যাংক ঋণ দেওয়া হবে। আমানতকারী ও ঋণ গ্রহীতাদের জন্য গোপন কোনো চার্জ থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দিলওয়ার হোসেন ভুঁইয়া, ইভিপি হারুন-অর-রশিদ ও রাজশাহী শাখার ব্যবস্থাপক কে এন এম এনামুল হক।
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪