ঢাকা: রাজধানীতে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্টের পৃষ্টপোষকতায় ‘বাংলাদেশের জন্য টেকসই সড়ক-মহাসড়ক’ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় তেজগাঁওয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর কনফারেন্স রুমে এই সেমিনার শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়।
সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি আফতাব হোসেন খান।
শুরুতেই বসুন্ধরা সিমেন্টের বিভিন্ন দিক ও প্রযুক্তি সুবিধা তুলে ধরেন বসুন্ধরা সিমেন্টের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার সরোজ কুমার বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আমানুল্লাহ।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪