ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব

ব্যাবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এবার শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সিঙ্গার বাংলাদেশের কর্পোরেট অফিসে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি।



সাকিব আল হাসান ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ এম হামিম রাহমাতুল্লাহ চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিঙ্গার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সাকিব আল হাসান বলেন, সিঙ্গারের মতো একটি শক্তিশালী ব্র্যান্ডকে বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।
সিঙ্গারকে আরো বেশি করে ক্রেতাদের কাছে নিয়ে যেতে পারবেন বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এ এম হামিম রাহমাতুল্লাহ বলেন, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বর্তমান সিঙ্গার বাংলাদেশে এক নাম্বার রিটেইল ব্র্যান্ড।  

এই দুই সেরা এক সঙ্গে আরো বহুদূর এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।