ঢাকা: নতুন বছরে জুতার বাজারে আসছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ওরিয়ন। শিগগিরই ‘ওরিয়ন ফুটওয়্যার’ নাম নিয়ে বাজারে আসছে গ্রুপটি।
লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ওরিয়ন গ্রুপ পণ্য বহুমুখিতায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার আমরা নতুন মডেল ও ডিজাইনের জুতা নিয়ে বাজারে আসছি। গিশগিরই আমাদের নতুন প্রতিষ্ঠান ওরিয়ন ফুটওয়্যার লিমিটেডের মাধ্যমে এই জুতা প্রস্তুত, রপ্তানি ও স্থানীয় বাজারে বাজারজাত করা হবে। ’
তিনি আরও বলেন, ২০২০ সালের মধ্যে দেশের বাজারে ওরিয়নের জুতাই হবে সেরা ব্র্যান্ডের জুতা। আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হবে ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
ফুটওয়্যার বাজারে প্রবেশ লক্ষ্য-উদ্দেশ্য বলতে গিয়ে ওরিয়ন ফুটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) মো. রুহুল আমিন মোল্লা বলেন, ‘ওরিয়ন শিল্পগোষ্ঠী একটি পণ্য বহুমুখীকরণকারী শিল্পগোষ্ঠী। এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফুটওয়্যারের যাত্রা শুরু। নিজস্ব গবেষণায় ৪৫০টি নতুন জুতার নক্শা তৈরি করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই জুতা হবে বিশ্বমানের। ’
তিনি বলেন, দেশে জুতার বাজারে অনেক কোম্পানি থাকা সত্ত্বেও সেগুলো মানুষের চাহিদা সম্পূর্ণ পূরণ করতে পারছে না। তাই আমরা এ চাহিদা পূরণে বাজারে এসেছি।
মো. রুহুল আমিন এ ছাড়া পৃথিবীর সেরা দুটি ব্র্যান্ড উডল্যান্ড ও ক্লার্কের সঙ্গে ওরিয়ন কাজ করবে বলে জানান তিনি।
জানা যায়, কোম্পানিটি এ খাতে আগামী ৫ বছরে মোট ১৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। মোট ৪৫০টি নকশার জুতা তৈরি করবে কোম্পানিটি। প্রাথমিকভাবে সর্বনিম্ন ৫শ’ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকার জুতা বাজারজাত করা হবে।
আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে গুলশান, বনানী ও ওয়ারিতে তিনটি শোরুম উদ্বোধন করা হবে। প্রতিটি শোরুমের আয়তন থাকবে কমপক্ষে আড়াইহাজার স্কয়ার ফুট।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, গত বছর ১.২৯ বিলিয়ন ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়েছে। আর এসব পণ্যের চাহিদা প্রতিবছর ৩২.১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪