ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মজুরি নিয়ে আন্দোলনের পরামর্শ ইসরাফিলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
মজুরি নিয়ে আন্দোলনের পরামর্শ ইসরাফিলের ছবি: জাহিদ‍ুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরির ব্যাপারে আন্দোলন করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এমপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে শ্রমিকদের এক গোলটেবিল বৈঠকে তিনি এ পরামর্শ দেন।

‘আরএমজি শিল্প-কারখানায় নিরাপত্তা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে রেডিমেড গার্মেন্টস(আরএমজি) ক্লাব।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল আলম বলেন, শ্রমিকদের জাতীয় ন্যূনতম মুজুরির ব্যাপরে আপনাদের ভয়েজ রেইজ (আন্দোলন) করতে হবে। আন্দোলনের অর্থ এই নয় যে, ভাংচুর বা ধ্বংসযজ্ঞ। শ্রমিক আন্দোলনে ‘নৈতিকতা’র ঐক্য লাগবে। শ্রমিকরা মালিকদের পরিপূরক হতে হবে, এর অর্থ দালালি নয়। নিজেদের জায়গা ঠিক রেখে মালিককেও বাঁচাতে হবে।

তিনি বলেন, মজুরি বাড়ানোর সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক চাহিদা পূরণীয় জিনিসের দাম বাড়ানো এক রকমের প্রতারণা। আমাদের ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মতো ভাবলে হবে না। আমাদের শ্রমিকদের জীবন-মান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও মালিকদের অবস্থান বিবেচনা করে মজুরি করতে হবে।

রেডিমেড গার্মেন্টস(আরএমজি) ক্লাবের সমন্বয়কারী সুলতানা বেগমের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন আবুল হোসাইনসহ শ্রমিক সংগঠনেগুলোর নেতারা। শ্রমিক নেতারা শ্রমিকদের কল্যাণে ১০ দফা দাবি তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সারাকা, তাজরীন ও রানা প্লাজায় নিহতদের মাগফেরাত কামনা ও আহতের কল্যাণ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।