ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেলিযোগাযোগ উন্নয়নে আজিয়াটার বিশেষ পদক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
টেলিযোগাযোগ উন্নয়নে আজিয়াটার বিশেষ পদক্ষেপ

ঢাকা: টেলিযোগাযোগ অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন, হুয়াওয়ে, এনইসি ও এসআইএ‘র সঙ্গে কৌশলগত বৈশ্বিক কাঠামোগত সেবা চুক্তি করেছে এশিয়ার অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ ও কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ।

শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি এটি।

এ চুক্তির মাধ্যমে আজিয়াটায় একটি মূলধারার ক্রয় (প্রকিউরমেন্ট) প্রক্রিয়া গড়ে তোলা হবে যা আর্থিক লেনদেনে গতিশীলতা অর্জন ও সময়মত পণ্য/সেবা ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা এবং প্রতিযোগিতামূলকভাবে সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়া গ্রুপ প্রাইসিং চুক্তির মাধ্যমে আজিয়াটার ব্যবসায়িক কার্যক্রম আছে এমন পাঁচটি দেশে কোম্পানির কর্মপরিসর বৃদ্ধি পাবে। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের তিন বছরের মধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে প্রত্যাশা আজিয়াটার।

এ চুক্তির ফলে বিশেষত নেটওয়ার্ক সামগ্রী ও টেলিযোগাযোগ পণ্যসহ এ সম্পর্কিত কাজ ও সেবা নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে আজিয়াটা গ্রুপের কোম্পানিগুলো। এতে করে আজিয়াটার কোম্পানিগুলো নিজেদের মধ্যে যে পণ্য, কাজ ও সেবা ক্রয় করে সে সম্পর্কিত প্রযুক্তি ও প্রযুক্তিগত তথ্য নিয়মিত বিনিময় করতে পারবে। আজিয়াটা প্রতিটি বিক্রেতার রোডম্যাপ সম্পর্কে আরো ভালো ভাবে জানতে এবং ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।

আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার দাতো জামালুদ্দিন ইব্রাহিম বলেন, ‘টেলিযোগাযোগ শিল্পে গতিশীলতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

এ চুক্তির ফলে প্রতিটি কোম্পানি একই সাথে তাদের পণ্য বা সেবার চাহিদার বিষয়টি বিক্রেতাকে জানাতে পারবে যা সময় সাশ্রয়ী হবে এবং এতে মূলত আমাদের গ্রাহকরাই লাভবান হবেন। পারস্পরিক লাভের কথা মাথায় রেখে আমরা আমদের ভেন্ডরদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করব। ’ 

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।