ঢাকা: টেলিযোগাযোগ অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন, হুয়াওয়ে, এনইসি ও এসআইএ‘র সঙ্গে কৌশলগত বৈশ্বিক কাঠামোগত সেবা চুক্তি করেছে এশিয়ার অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ ও কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদ।
শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি এটি।
এ চুক্তির ফলে বিশেষত নেটওয়ার্ক সামগ্রী ও টেলিযোগাযোগ পণ্যসহ এ সম্পর্কিত কাজ ও সেবা নির্দিষ্ট বিক্রেতার কাছ থেকে ক্রয় করবে আজিয়াটা গ্রুপের কোম্পানিগুলো। এতে করে আজিয়াটার কোম্পানিগুলো নিজেদের মধ্যে যে পণ্য, কাজ ও সেবা ক্রয় করে সে সম্পর্কিত প্রযুক্তি ও প্রযুক্তিগত তথ্য নিয়মিত বিনিময় করতে পারবে। আজিয়াটা প্রতিটি বিক্রেতার রোডম্যাপ সম্পর্কে আরো ভালো ভাবে জানতে এবং ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।
আজিয়াটার প্রেসিডেন্ট ও গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার দাতো জামালুদ্দিন ইব্রাহিম বলেন, ‘টেলিযোগাযোগ শিল্পে গতিশীলতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
এ চুক্তির ফলে প্রতিটি কোম্পানি একই সাথে তাদের পণ্য বা সেবার চাহিদার বিষয়টি বিক্রেতাকে জানাতে পারবে যা সময় সাশ্রয়ী হবে এবং এতে মূলত আমাদের গ্রাহকরাই লাভবান হবেন। পারস্পরিক লাভের কথা মাথায় রেখে আমরা আমদের ভেন্ডরদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করব। ’
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪