ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেলায় ৪৪৭ কোটি টাকার বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
রিহ্যাব মেলায় ৪৪৭ কোটি টাকার বিক্রি

ঢাকা: রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক বলেন, এবারের রিহ্যাব মেলায় আমরা অনেক ভালো সাড়া পেয়েছি, প্রায় ৪৪৭ কোটি টাকার বিক্রি করেছি। পাঁচ দিনের মেলায় প্রায় ১৮ হাজার ১৯ জন দর্শনার্থীর সমাগম হয়েছে।

 
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।
 
রবউল হক আরো বলেন, এবারের মেলায় ৪০৫টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, যার মূল্য ২৪৩ কোটি টাকা। এছাড়া, ৪২২টি প্লট বিক্রি হয়েছে যার মূল্য ১২৬ কোটি ৬০ লাখ টাকা। ৭৮ কোটি টাকা মূল্যের ৫৭টি কমার্শিয়ালও বিক্রি হয়েছে বলে তিনি তথ্য দেন।
 
তিনি আরো বলেন, এবার অঙ্গীকারকরা বিক্রয়ের পরিমাণ ৫৩৩ কোটি টাকা।
 
রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, জাতীয় অর্থনীতিতে রিহ্যাবের অনেক অবদান রয়েছে। আমরা মনে করি রিহ্যাব ও রাজউক পরস্পর এক হয়ে আবাসন সমস্যা নিরসন করবে। এ আবাসন শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নেবে।
 
ওয়ান স্টপ সার্ভিস প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, এটি মানুষের কাঙ্খিত স্বপ্ন, যাতে করে দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
 
রিহ্যাবের কার্যক্রম প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান বলেন, শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও খুলনাতেও আপনাদের কার্যক্রম অব্যাহত রাখেন।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।