ঢাকা: সিলেটের ফেঞ্চুগঞ্জে মঙ্গলবার (৩০ডিসেম্বর) থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে প্রাইম ব্যাংক। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।
আইবিবি আম্বরখানা সিলেট শাখার প্রধান ইভিপি মো: আবু আশরাফ সিদ্দিকীর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, আকুল শাহ্ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমেদ শাহ এবং ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি সেক্রেটারি রাজু আহমেদ রাজা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪