ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ ইসলামী ব্যাংকের

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ঢাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ ইসলামী ব্যাংকের

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার ভাসমান শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বুধবার (৩১ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।



ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান আবদুস সাদেক ভূইয়া ও করপোরেট সোশ্যাল অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান এএইচএম লতিফ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ বছর শীতার্ত মানুষের জন্য ২ লাখ ২৫ হাজার শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখাগুলোর মাধ্যমে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫ হাজার কম্বল, ৮৫ হাজার চাদর এবং শিশুদের জন্য ৩৫ হাজার সোয়েটার।

ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় প্রতি বছর দেশব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।