ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দেশের সব বন্দরে বসছে স্ক্যানিং মেশিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
দেশের সব বন্দরে বসছে স্ক্যানিং মেশিন আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: দেশের সব বন্দরে বসছে স্ক্যানিং মেশিন। এর ফলে বন্দর দিয়ে রফতানি করা সব পণ্য স্ক্যানিং করে বিদেশে পাঠানো হবে এবং বিদেশ থেকে আসা পণ্য স্ক্যানিংয়ের পরই দেশে প্রবেশ করবে।



অবৈধভাবে মালামাল যেন দেশের বাইরে যেতে না পারে, সে লক্ষ্যেই দেশের সব বন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে।
 
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মাসিক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদেশের বাজারে দেশের পণ্য যেন অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যেই দেশের সব বন্দরে স্ক্যানিং মেশিন বসানো হবে।
 
ভবিষ্যতে আমরা বিদেশে আলু রফতানি করবো বলেও উল্লেখ করেন তিনি।

হরতাল প্রসঙ্গে আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশে মারামারি, হানাহানি না হলে জিডিপি প্রবৃদ্ধির হার হতো ৯-১০ শতাংশ। রাজনৈতিক পরিস্থিতি স্থির থাকলে জিডিপি প্রবৃদ্ধি ৬ ও ৭ শতাংশে ঘুরপাক খেতো না। তবুও আমাদের ২২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আছে, যা বিরাট পাওয়া।
 
তিনি জানান, পটুয়াখালী জেলার পায়রা বন্দরে ডিপ সিপোর্ট নির্মাণ করা হবে। এ বিষয়ে আমাদের মধ্যে চিন্তা-ভাবনা চলছে। নেদারল্যান্ড, চীন ও সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে চাই।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।