বেনাপোল (যশোর): ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠন ধর্মঘট প্রত্যাহার করায় বেনাপোল বন্দরের সঙ্গে পুনরায় বাণিজ্য স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষের হয়রানির প্রতিবাদে সেখানকার বন্দর ব্যবহারকারী কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকে দিনভর এ পথে আমদানি-রফতানি বন্ধ ছিলো।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বাংলানিউজকে জানান, পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ আমদানি-রফতানি সংক্রান্ত কাগজপত্রের কাজ সম্পূর্ণের ক্ষেত্রে ব্যবসায়ীদের অনেক দিন ধরে অযথা হয়রানি ও লাঞ্ছিত করে আসছিলো। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়।
পরে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠকের পর উভয়ের মধ্যে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহারে এ পথে বাণিজ্য স্বাভাবিক হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার ইন্সপেক্টর তপন কুমার হালদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫