ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়নশীল দেশের অর্থনীতি ভালো হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
উন্নয়নশীল দেশের অর্থনীতি ভালো হবে

ঢাকা: বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে উন্নয়নশীল দেশসমুহের অর্থনীতি ভালো হবে। গত অর্থ বছরে উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধি হয়েছে ৪.৪।

চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার ৪.৮ হবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

পাশাপাশি চারটি বিষয়কে বৈশ্বিক অর্থনীতির প্রধান ৪টি ঝুঁকির কথাও বলেছে বিশ্বব্যাংক।


চলতি অর্থবছরে বিশ্ব অর্থনীতিতে চারটি প্রধান ঝুঁকির মধ্যে প্রথমত-বিশ্ব বাণিজ্য দুর্বলতা, দ্বিতীয়ত-ব্যাংকগুলোর সাথে সুদের হার নিয়ে আর্থিক জটিলতা। তৃতীয়ত-তেল উৎপাদনকারী দেশগুলো কতটুকু তেলের দাম কমাবে তা নিয়ে দ্বন্দ্ব। এবং চতুর্থত- ইউরো জোনে অর্থনৈতিক মন্দা না কাটতেই জাপানে অর্থনৈতিক মন্দা শুরু।

‍বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব বাংলানিউজকে জানান, চলতি অর্থ বছরে এই চারটি ঝুঁকি প্রধান বাধা। যা মোকাবিলা করা একটা বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।