ঢাকা : আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
আজ মঙ্গলবার দুপুরে এসইসি’র পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী ৩০ জুনের মধ্যে এসইসি’র চেয়ারম্যানের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এসইসির একাধিক সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ব্যাকিং খাতে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তির (ফান্ডামেন্টাল) প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক। ১ হাজার টাকা অভিহিত মূল্যের (ফেইসভ্যালু) এ প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। দীর্ঘদিন ধরে ব্যাংকটি তার শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ায় এটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। ব্যাংকিং খাতের ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুটি হলো ‘জেড’ ক্যাটাগরিভ’ক্ত। ‘জেড’ ক্যাটাগরিভ’ক্ত অপর প্রতিষ্ঠানটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
গত ৩ মে ব্যাংকটির প্রতিটি শেয়ার অভিহিত মূল্যের চেয়ে ২৩ টাকা কমে ৯৭৭ টাকায় লেনদেন হলেও আজ মঙ্গলবার সর্বশেষ লেনদেন হয়েছে ১ হাজার ৪৭১ টাকায়।
মাত্র ১৯ কার্যদিবসের ব্যবধানে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারপ্রতি দাম বেড়েছে ৪৯৪ টাকা।
লোকসানে থাকার পরেও এক মাস ধরে এ ব্যাংকটির শেয়ারের দাম বাড়তে থাকে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি এ নিয়ে উদ্বিগ্ন হয়ে তদন্তের উদ্যোগ নেয়।
বাংলাদেশ সময় ১৬২৫ ঘণ্টা, জুন ১, ২০১০
জিএস/এমএমকে/জেএম