ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার লক্ষ্যমাত্রায় বাধা হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার লক্ষ্যমাত্রায় বাধা হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় বাধা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।  
 
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর-এর প্রধান কার্যালয়ে জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।


 
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন গতিশীল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ভ্যাট প্রত্যাহারের ক্ষেত্রে এনবিআরের রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, তাতে বাধা সৃষ্টি করবে না। কারণ, আমাদের শিল্পপতি-ব্যবসায়ীরা এটা পূরণ করতে পারবেন।
 
সরকারের সিদ্ধান্তের পর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থাকছে না জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষায় যেনে সুন্দর পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে এনবিআর কাজ করছে। শিক্ষার পরিবেশ যেন নিশ্চিত থাকে, আমরা সে বিষয়ে আন্তরিক।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছ থেকে আমরা ভ্যাট নিয়ে তা সরকারের কোষাগারে জমা দিই। আয়করদাতারা আন্তরিক থাকলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো কোনো বিষয় নয়।
 
১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস উপলক্ষে এর আগের দিন সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর।
 
সংবাদ সম্মেলনে নজিবুর রহমান জানান, দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। চলতি মাসের ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৭ দিন, অন্য সব জেলা শহরে ৪ দিন এবং প্রথমবারের মতো ২৯টি উপজেলায় ২ দিন এবং ৫৭টি উপজেলায় একদিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

আয়কর প্রদানে উৎসাহ দিতেই এ মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫/আপডেটেড: ১৬৫৩ ঘণ্টা
এডিএ/এবি

** ভ্যাট প্রত্যাহারে ছাত্রমৈত্রীর সন্তোষ
** ভ্যাট প্রত্যাহার
** আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্র ফেডারেশনের অভিনন্দন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।