ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সম্মাননা পাচ্ছেন ২৫ করদাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
সিলেটে সম্মাননা পাচ্ছেন ২৫ করদাতা

সিলেট: সিলেট বিভাগে শ্রেষ্ঠ ও দীর্ঘমেয়াদী সর্বোচ্চ করদাতার সম্মাননা পাচ্ছেন ২৫ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়কর মেলার উদ্বোধনী দিনে তাদের সম্মাননা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড।



এদিন সকাল ১০টায় নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে ২৫ করদাতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাজস্ব বোর্ডের সদস্য (কর ও আপিল) কালিপাদ হালদার, সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাসিন আহমদ।

এবার বিভাগের চার জেলার মধ্যে দীর্ঘমেয়াদী শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়েছেন- সিলেট সিটি করপোরেশনের হাওয়াপাড়ার অ্যাডভোকেট আবু মোহাম্মদ আসাদ, চাঁদনীঘাট এলাকার মোনায়েম খাঁন বাবুল, নগরীর হাউজিং এস্টেট এলাকার ডা. আব্দুল মুনিব, মো. সাব্বির হোসাইন ও লালদীঘিরপাড় এলাকার ফালাহ উদ্দিন আলী আহমদ।

জেলা পর্যায়ে সিলেটে দীর্ঘ মেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন- দক্ষিণ সুরমার হাজী শাহ মো. আব্দুর রাজ্জাক, জেলার বিশ্বনাথ উপজেলার পুরানবাজারের মো. লেচু মিয়া, গোয়াইনঘাটের মো. আলীম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার জালাল উদ্দিন, গোলাপগঞ্জের রানাপিং গ্রামের জালাল হোসেন খান মিয়া।

এছাড়া, মৌলভীবাজার সদরের এম নুরুল আলম, ফজলুর রহমান, শ্রীমঙ্গলের আবু সুলতান মো. ইদ্রিস, বিপুল কুমার দেব, দক্ষিণা রঞ্জন পাল; হবিগঞ্জের নির্মলেন্দু পাল চৌধুরী, মো. শামসুল হোসেন চৌধুরী, মো.শফিকুল ইসলাম, মো. গোলাম ফারুক ও মো. মিজানুর রহমান শামীম এবং সুনামগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারের হাজী মো. খোরশেদ মিয়া, জামালগঞ্জের সাচনা এলাকার প্রজেশ পাল চৌধুরী, ছাতকের ভাঁতগাওয়ের সজীব রঞ্জন দাস, সদর উপজেলার নবীনগরের মোস্তাক আহমদ ও তাহিরপুর উপজেলার মো. মুজিবুর রহমান দীর্ঘ মেয়াদী সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।