ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিপিপি বিলে রাষ্ট্রপতির অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
পিপিপি বিলে রাষ্ট্রপতির অনুমোদন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

ঢাকা: সদ্য শেষ হওয়া দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে পাসকৃত বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) বিলে সম্মতি স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এছাড়া ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিল- ২০১৫’-তেও স্বাক্ষর করেন তিনি।

এর মধ্য দিয়ে বিল দুটি আইনে পরিণত হলো।
 
দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পিপিপি বিল পাস করা হয়। এর মধ্য দিয়ে বিনিয়োগকারীরা স্বস্তি ও বিনিয়োগে আস্থা পাবেন বলে বিল পাসের সময় বলা হয়।

পিপিপি বিলে প্রধানমন্ত্রীকে চেয়ারপার্সন করে গভর্নিং বডি গঠনের কথা বলা হয়েছে। এতে যখন যে মন্ত্রণালয়ের প্রকল্প পাস হবে, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী বোর্ডের সদস্য হতে পারবেন বলেও বিলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএম/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।