ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমডিজি’র সব লক্ষ্যতেই বাংলাদেশের অগ্রগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমডিজি’র সব লক্ষ্যতেই বাংলাদেশের অগ্রগতি

ঢাকা: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সবগুলো লক্ষ্যতেই বাংলাদেশের অগ্রগতি হয়েছে। কোনোটিতে কম আর কোনোটায় বেশি।



বাংলাদেশে এমডিজি’র অগ্রগতি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। সভাপতিত্ব করছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
 
অনুষ্ঠানে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন,২০১৫’ এর সার-সংক্ষেপ উপস্থাপন করেন জেনারেল ইকোনোমিক ডিভিশনের সিনিয়র সচিব শামসুল আলম।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূলকরণ, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুহার কমানো, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, এইচআইভি/এইডস-ম্যালেরিয়া ও অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও সার্বিক উন্নয়নে বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলার সবগুলো সূচকেরই আগের চেয়ে উন্নতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।