ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে কর্মশালা

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
আল-আরাফাহ ব্যাংকে মানি লন্ডারিং বিষয়ে কর্মশালা

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং টেররিস্ট ফাইনান্সি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হযেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



‍এতে প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্ধোবন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোফাজ্জেল হোসেন।

এ সময় ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।