ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শনিবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিবি গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
শনিবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিবি গভর্নর গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: আসছে ২৪ অক্টোবর শনিবার দেশের উত্তরাঞ্চলের ৫জেলা সফরে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক (বিবি) গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ২৪ থেকে ২৬ অক্টোবর নীলফামারী, রংপুর, পঞ্চগড়, জয়পুরহাট ও বগুড়া সফর করবেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর। এ সময় সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহল পরিদর্শন, কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন, কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিন ফিন্যান্সিং খাতে এবং ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত গবাদি পশু পালন উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে যোগদান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ অক্টোবর (শনিবার)  সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ব্যাংক, রংপুর কার্যালয়ের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেত ড. আতিউর। সন্ধ্যা ৭ টায় উত্তমে মনোহর আইসিএম কৃষক ক্লাব আয়োজিত অনুষ্ঠানে যোগদান এবং সাড়ে ৭টায় রংপুর ব্যাংকার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

২৫ অক্টোবর (রোববার) সকাল ১০ টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জে সদ্য বিলুপ্ত ছিটমহল পরিদর্শন, বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও বিকেলে বাংলাদেশ ব্যাংক, রংপুরের ব্যাংকিং হলে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম, ঋণ বিতরণ ও সিএসআর কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ ব্যাংক, রংপুরের ব্যাংকিং হলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও রংপুর উইমেন চেম্বার এবং  রাতে বাংলাদেশ ব্যাংক, রংপুর  কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করতেন গর্ভনর।

২৬ অক্টোবর ( সোমবার) সকালে রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  গভর্নরস কাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৫ এর উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

এরপর দুপুর ১২টায় জয়পুরহাট সার্কিট হাউজে কৃষি কর্মসংস্থান মেলার উদ্বোধন, কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিন ফিন্যান্সিং খাতে ও ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ, যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত গবাদি পশু পালন উদ্যোক্তাদের সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

একইদিন বিকেলে বাংলাদেশ ব্যাংক, বগুড়া কার্যালয়ে নবনির্মিত  গেস্ট হাউজের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।