ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাতে অনিয়মকারীদের ডাটাবেস তৈরি হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ব্যাংকিং খাতে অনিয়মকারীদের ডাটাবেস তৈরি হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাংকিং খাতে যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিস্তারিত তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডাটাবেস তৈরি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বেসরকারি প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



ড. আতিউর রহমান বলেন, ব্যাংকিং ও আর্থিক খাতে সুশাসনে প্রতিষ্ঠায় আমরা কোনো রকমে ছাড় দিবো না।   ব্যাংকিং খাতে যারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিস্তারিত তথ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডাটাবেস তৈরি হচ্ছে। যেন ব্যাংকে কাজে নেওয়ার সময় তাদের (অনিয়মকারী) অবহেলা করা হয়। এর পাশাপাশি সর্তক থাকার সুযোগও থাকবে ব্যাংক সংশ্লিষ্টদের।

তিনি বলেন, ব্যাংক খাতে যে জঞ্জাল বছরের পর বছর পর জমা হয়ে আছে, তা অল্প সময়ের মধ্য দূর করা বেশ কঠিন। কার্পেটের নিচে যে ময়লা জমেছে, সেই ময়লা আমরা এখন বের করার চেষ্টা করছি। আর এটা করছি বলেই পরিবেশ ধুলাময় হচ্ছে। এবং সেটাকে অনেকেই ভুল বুঝেন।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যাংকিং খাতে বিশেষ করে পরিচালনা পর্ষদের সদস্য যারা নিজেদের আইন ও বাংলাদেশ ব্যাংকের নিয়ম কানুন মানতে চাচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া চলছে এবং চলবে।

তিনি আর বলেন, ব্যাংকিং খাতে যতগুলো দুর্যোগ এসেছে প্রতিটি রেগুলারটি হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে।

এমন কি সংসদীয় কমিটিতে গিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

অনিয়মের সঙ্গে যারা জড়িয়ে যাবেন তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর পাশাপাশি আপনারা ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানান ড. আতিউর রহমান।
এর আগে প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী বেসরকারি ব্যাংক খাতে অনিয়মের প্রসঙ্গ টেনে বক্তব্য দেন।

আজম জে চৌধুরী বলেন, কিছু বেসরকারি ব্যাংক ফাউন্ডেশনের নাম করে অর্থ নিয়ে ঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না। আবার অনেকেই শেয়ার ব্যবসায় অর্থ বিনিয়োগ করছে। চুরির ঘটনাও ঘটছে। আমাদের ব্যাংকের এই দুর্বৃত্তায়ন ঠেকাতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে এই ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা বলেন, ব্যাংকের মাধ্যমে পাওয়া এই সহযোগিতা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের মতো মানুষ হতে পারলেই প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি সার্থক হবে। এসময় তিনি এ ব্যাংকের ফাউন্ডেশনের কার্যক্রম সুচিন্তিত বলে উল্লেখ করেন।
তিনি জানান, সুবিধা বঞ্চিত মেধাবীদের জন্য প্রাইম ব্যাংক সব সময় কাজ করে যাবে। সামাজিক বিভিন্ন কর্মসূচি সম্পাদন করছে ব্যাংকটি।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় ২০০৭ সাল থেকে এ পর্যন্ত ২৪৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। শিক্ষাবৃত্তির পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুল, জেনারেল ও আই হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট, ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেছে ব্যাংকটি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ ও প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদির খান, উপদেষ্টা এ কিউকে তালুকদার, প্রধান নির্বাহী ড. ইকবাল আনোয়ার, প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক নাজমা হক প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি তথ্য চিত্র ‍উপস্থাপন করা হয়। উপস্থাপনায় ছিলেন সুমনা ঘোষ।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
একে/পিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।