ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রকাশিত সংবাদে অগ্রণী ব্যাংকের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
প্রকাশিত সংবাদে অগ্রণী ব্যাংকের প্রতিবাদ

ঢাকা: বাংলানিউজে মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ‘ঘুষ দাবির প্রমাণ পেয়েছে কমিটি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড তেজগাঁও কর্পোরেট শাখা।
 
সংশ্লিষ্ট শাখার জনৈক সহকারী মহাব্যবস্থাপকের পাঠানো প্রতিবাদ পত্রে বলা হয়েছে, এর আগে গত ২৮ অক্টোবর প্রকাশিত ‘ঘুষ না দেওয়ায় ঋণ আটকে গেলো অগ্রণী ব্যাংকে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ওই ঋণগ্রহীতাকে ঋণ না দেওয়ার কারণ ও প্রতিবাদ লিপি পাঠানো হয়েছিল যা ছাপা হয়নি।

এছাড়া ব্যাংক কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের ৭ম পাতায় ৪ নং অনুচ্ছেদে ঘুষ দাবির কোন সুস্পষ্ট প্রমাণ পায়নি বলে উল্লেখ করা হয়েছে।

এমতাবস্থায় নিশ্চিত না হয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন না করার অনুরোধ জানানো হয় প্রতিবাদপত্রে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।