ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেড়েই চলছে আলু-ডিমের দাম

ষ্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বেড়েই চলছে আলু-ডিমের দাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি মাসের শুরু থেকে বেড়ে চলছে আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে আলু কেজি প্রতি দুই টাকা ও ডিমের হালি প্রতি দুই টাকা বেড়েছে।


 
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও গুদারাঘাট বাজারে সরেজমিন ঘুরে আলু-ডিমের দাম বাড়ার বিষয়টি নজরে আসে।
 
রাজধানীর বাজারভেদে এ সপ্তাহে আলু (পুরনো) বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকায়, যা গত সপ্তাহে ৩০ থেকে ৩২ টাকা দরে বিক্রি হয়েছে। আর নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা গত সপ্তাহে ৯৫ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।

'বাজারে নতুন আলু আসার পরেও কেন দাম বাড়ছে' গুদারাঘাট বাজারের আলু বিক্রেতা আব্দুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীরা মুলত দাম বাড়িয়েছে। তাই আমাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারে দাম একটু বেড়েছে।   

ভারত থেকে নতুন আলু আসতে শুরু করেছে জানিয়ে উত্তর বাড্ডা বাজারের একাধিক আলু বিক্রেতার ধারণা আগামী সপ্তাহ থেকে আলুর দাম কমবে।

এদিকে গত সপ্তাহের চেয়ে ৫ টাকা বেশিতে ডিমের ডজন (আকারভেদে) বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। আর ডিমের হালি (বাজার ও আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৫ টাকায়, যা তিন দিন আগে ৩২ থেকে ৩৩ টাকায় বিক্রি হয়েছে।
 
দেশি মুরগি ও হাসের ডিমের দাম হালি প্রতি ২ টাকা বেড়ে গত কয়েক সপ্তাহ ধরে স্থির রয়েছে।
 
দেশি মুরগির ডিম (আকারভেদে) প্রতি হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকা। হাসের ডিম প্রতিহালি ৪০ টাকা, ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির খাবারের দাম বাড়তি, তাই মুরগির ডিমের দাম বাড়ছে বলে জানান উত্তর বাড্ডা বাজারের ডিম বিক্রেতা জলিল।
 
রাজধানীর বাজারে শীতের সবজি প্রতি সপ্তাহে কেজি প্রতি ৫ টাকা দরে দাম কমতে দেখা যাচ্ছে।
 
রাজধানীর বাজারে ফুলকপি প্রতি পিস আকারভেদে ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। প্রতি পিস পাতা কপি বিক্রি হচ্ছে ২৫ টাকায়, গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হয়েছে। বেগুণ (জাতভেদে) বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ৫০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। কেজি প্রতি ১০ টাকা দাম কমে শিম, গাজর ও টমেটো বিক্রি হচ্ছে। শিম ৩০ টাকা, গাজর ৫০ টাকা, টমেটো (কাঁচা) ৬০ টাকা, টমেটো (পাকা) ১২০ টাকা। করলা ১০ টাকা দাম কমে প্রতি কেজি ৪০ টাকা। লাউ (আকারভেদে) ১০ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। এদিকে কেজি প্রতি ১০ টাকা কমে পটল ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে ১০ টাকা দাম বেড়ে প্রতি কেজি ঢেড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

তবে দাম অপরিবর্তিত রয়েছে শালগম, বরবটি, কাঁচা মরিচ ও ধনিয়া পাতার। শালগম প্রতি কেজি ৩৫ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনিয়া পাতা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
শীতের সবজির দাম ২০ টাকার নিচে নামবে না বলে জানিয়েছেন গুদারাঘাট বাজারের সবজি বিক্রেতা সরোয়ার।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এফবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।