ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫৮ বছর উদযাপন করলো ডিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
৫৮ বছর উদযাপন করলো ডিসিসিআই ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৫৮ বছরে পাদার্পণ করলো ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ (ডিসিসিআই)।
 
বুধবার (০৯ ডিসেম্বর) রাজধানীর র‌্যাডিসন হোটেলে ‘সেলিব্রেটিং বিজনেস’ শীর্ষক এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি ‘ঢাকার বাণিজ্যিক ইতিহাস’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মেচন করেন
 
১৯৫৮ সালে যাত্রা শুরু করে রাজধানীর এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনটি। ওই বছরই লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় ডিসিসআই।
 
যাত্রার শুরু থেকে বর্তমান অবধি ৩৭ জন ব্যবসায়ী চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সংগঠটির সদস্য সংখ্যা ৪ হাজারের বেশি।
 
৫৮ বছর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসিসিআই-এর সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের আত্মার সম্পর্ক। মতিউর রহমান ডিসিসিআই-এর সভাপতি থাকাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটির এক সভায় বক্তব্য দেন।
 
‘বঙ্গবন্ধুর দু’টি প্রধান লক্ষ্য ছিল। এর একটি হলো বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া। আর অন্যটি হলো বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা,’ বলেন তিনি।
 
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন কিন্তু সোনার বাংলা গড়ে যেতে পারেননি। এখন তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলা হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী এরইমধ্যে সিলেটে ঘোষণা দিয়েছেন আগামী অর্থবছরের বাজেট হবে ৩ লাখ ৫০ হাজার কোটি টাকা। যা স্বাধীনতার পর ছিল মাত্র ৭৮৭ কোটি টাকা।
 
অনুষ্ঠানে ডিসিসিআই ‘সেলিব্রেটিং বিজনেস’ ও ‘সেলিব্রেটিং সাকসেস’ দুই ক্যাটাগেরিতে ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

সেলিব্রেটিং সাকসেস ক্যাটাগেরিতে পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ ৫ জনকে।
 
আর সেলিব্রেটিং বিজনেস ক্যাটাগেরিতে পুরস্কার পেয়েছেন ২০ জন। তারা সবাই বিভিন্ন সময়ে ডিসিসিআই-র সভাপতির দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে বর্তমান সভাপতি হোসেন খালেদও আছেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সভাপতি হোসেন খালেদ। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন রশ‍ীদ সমাপনী বক্তব্য দেন।

অন্যদের মধ্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ-এর (আইসিসি,বি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।