ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক ফাঁকির অভিযোগ

না’গঞ্জের ফেডারেল করপোরেশনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
না’গঞ্জের ফেডারেল করপোরেশনের বিরুদ্ধে মামলা

ঢাকা: বন্ড সুবিধায় মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য স্থানীয় মার্কেটে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জের ফেডারেল করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

রোববার (১৩ ডিসেম্বর) শুল্ক ফাঁকির অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

বিষয়টি শুল্ক গোয়েন্দা বিভাগের একটি সূত্র বাংলানিউজকে জানায়।

সূত্রটি জানায়, বন্ড সুবিধায় মিথ্যা ঘোষণায় আনা পণ্যের মূল্য প্রায় ১০৫ কোটি টাকা। পণ্যগুলোর মধ্যে রয়েছে ডাবল বোর্ড, আর্ট পেপার, ছাপার কাগজ ও কালি।

রফতানি পণ্য প্রস্তুতের কাজে ব্যবহার করার কথা বলে বন্ড সুবিধায় এ পণ্য আমদানি করা হলেও পরে স্থানীয় খোলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। এর মাধ্যমে ৩৭ কোটি ৭৩ লাখ টাকা শল্ক ফাঁকি দেওয়া হয়।

সূত্রটি আরও জানায়, তদন্তে দেখা গেছে, বন্ড সুবিধায় মিথ্যা ঘোষণায় এনে এভাবে ১১ হাজার ৯৪২ টন পণ্য খোলা বাজারে বিক্রি করেছে কোম্পানিটি। ছাপার কাগজসহ কিছু কাঁচামাল রফতানি পণ্য উৎপাদনের কাজে একেবারে ব্যবহারই হয়নি। এমনকি এভাবে জালিয়াতি করে পণ্য আমদানি করলেও উৎপাদনের জন্য নারায়ণগঞ্জ ফেডারেল করপোরেশনের মেশিন পর্যন্ত নেই।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা বিভাগের সূত্রটি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।