ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশে আয় করা অর্থে বন্ড কেনার অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বিদেশে আয় করা অর্থে বন্ড কেনার অনুমতি

ঢাকা: বাংলাদেশের সরকারি-আধা সরকারি- স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের শর্ত সাপেক্ষে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এর সব শাখা ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


 
এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশে লিয়েন-ডেপুটেশন শেষে অর্জিত বৈদেশিক মুদ্রার সমপরিমান বাংলাদেশি মুদ্রায় ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারবেন।
 
বিনিয়োগকারী দেশে ফেরার সর্বোচ্চ ১ বছরের মধ্যে বিনিময় হারের মাধ্যমে গৃহীত অর্থ ও সংশ্লিষ্ট দলিলাদি বাংলাদেশ ব্যাংকে জমা করে ওই পরিমান বৈদেশিক মুদ্রা পুনঃগ্রহন করে বাংলাদেশ ব্যাংক থেকে বন্ড কিনতে পারবেন। তবে এটি ক্রয়কারীর সম্পদ বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসই/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।