ঢাকা: সাভার ট্যানারি শিল্পনগরীতে একেবারেই কাজ শুরু করেনি এরকম ২৮টি ট্যানারি মালিকের বিরুদ্ধে উকিল নোটিশ প্রস্তুত রয়েছে। এসব ট্যানারি মালিকের সব সুযোগ-সুবিধা বঞ্চিত করে প্লট বাতিলের প্রক্রিয়ায় এগোচ্ছে বিসিক।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রোববার (১০ জানুয়ারি) ট্যানারি মালিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। যারা এ সময়ের মধ্যে ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর করতে পারবে না তাদের প্লট বাতিল করা হবে। মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ৭২ ঘণ্টা শেষ হচ্ছে।
আল্টিমেটাম সম্পর্কে সিইটিপি প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব আব্দুল কায়উম বাংলানিজকে বলেন, স্যার ৭২ ঘণ্টা সময় দিয়েছেন যারা একেবারেই কাজ শুরু করেনি তাদের জন্য। আমরা এরকম ২৮টি ট্যানারি মালিকের বিরুদ্ধে উকিল নোটিশ প্রস্তুত করে পাঠিয়েছি। প্লট বাতিলের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের।
তবে কোন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।
এদিকে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস ফুটওয়্যার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন বাংলানিউজকে বলেন, যারা ২০ শতাংশ সরকারি ক্ষতিপূরণ নিয়েও কাজ শুরু করেনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে সংগঠন হিসেবে আমরা বাধা দেবো না, কেননা তারা যোগ্যতা হারিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএম/এএ
** নির্দিষ্ট সময়ে ট্যানারি স্থানান্তর না করলে উকিল নোটিশ