ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অর্ধশত নতুন মডেলের পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। পণ্যের গুণগত মানোন্নয়ন, কালার ও ডিজাইনের ভিন্নতা এবং নতুন নতুন সেবা দিতে ওয়ালটন বাজারে ছেড়েছে এসব ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস।
শনিবার (১৬ জানুয়ারি) ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়ালটন ব্র্যান্ডের নতুন পণ্যের মধ্যে রয়েছে কেক মেকার, ডোনাট মেকার, ইলেকট্রিক স্যান্ডউইচ মেকার, মিক্সার ব্লেন্ডার, ট্রাভেল ব্লেন্ডার, রুটি মেকার। ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে নতুন এসেছে সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, পরিবেশবান্ধব এলইডি বাল্ব সুইচ ও সকেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রেতাদের জন্য নতুন বছরের উপহারস্বরূপ বাণিজ্য মেলায় ওয়ালটন নিয়ে এসেছে এসব নতুন পণ্য। তবে এবারের মেলায় আনা নতুন মডেলের পণ্যগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ইনভার্টার প্রযুক্তির তিনটি নতুন মডেলের (৫২৬ লিটার, ৫১২ লিটার ও ৪৩০ লিটার) নো ফ্রস্ট রেফ্রিজারেটর এবং দুটি নতুন মডেলের ডিপ ফ্রিজ। বিশেষ করে রফতানির জন্য তৈরি করা তিন দরজা বিশিষ্ট ৫২৬ লিটারের নো ফ্রস্ট বড় ফ্রিজটি দৃষ্টি কেড়েছে ক্রেতাদের।
এছাড়া, ওয়ালটন নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড স্মার্ট ফিচার সংবলিত নতুন মডেলের এলইডি টেলিভিশন। মেলায় পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট সিস্টেমের ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির নতুন তিনটি এলইডি টেলিভিশন। অত্যাধুনিক প্রযুক্তির বিশ্ব মানসম্পন্ন এই টেলিভিশনের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে ইন্টারনেটে গেমস খেলা, ভিডিও গান ও ছবি স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।
এবারের মেলায় ওয়ালটনের দৃষ্টিনন্দন দুটি সেলস ও ডিসপ্লে সেন্টার রয়েছে। একটি প্রিমিয়ার প্যাভিলিয়ন (নম্বর ২৩), অন্যটি প্রিমিয়ার স্টল (নম্বর ৩১এ ও ৩১বি)। যেখানে প্রদর্শন করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি উচ্চ গুণগতমানের চার শতাধিক মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস। এর মধ্যে নতুন পণ্যের পাশাপাশি রয়েছে অর্ধশত নতুন মডেল ও ডিজাইনের পণ্যও।
মেলার মূল প্রবেশ গেট থেকে সোজা ফোয়ারার পশ্চিম পাশে এবং বঙ্গবন্ধু প্যাভিলিয়নের দক্ষিণ পাশেই স্থাপন করা হয়েছে তিনতলা বিশিষ্ট ওয়ালটনের দৃষ্টিনন্দন প্রিমিয়ার প্যাভিলিয়ন। প্যাভিলিয়নটির নিচতলায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, সিআরটি ও এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য।
এখানে আরও আছে এলইডি বাল্ব, সুইচ, সকেট, সিলড লিড এসিড রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। দ্বিতীয় তলায় প্রদর্শনী ও বিক্রির জন্য রয়েছে ডিপ ফ্রিজসহ ওয়ালটন ব্র্যান্ডের মোবাইল সেট।
দর্শক-ক্রেতা এবং পণ্য উঠানামা সহজ করতে প্যাভিলিয়নে সংযুক্ত করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন লিফট। অন্যদিকে, ওয়ালটনের স্টলে (স্টল নম্বর-৩১ এ, ৩১ বি) প্রদর্শন করা হচ্ছে ইলেকট্রনিক্স হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।
ওয়ালটনরে অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, বাণিজ্য মেলাকে কেন্দ্র করে অনেক আগে থেকেই ওয়ালটনের প্রস্তুতি থাকে। এবারের মেলায় চার শতাধিক মডেলের সঙ্গে নতুন এসেছে অর্ধশত মডেলের পণ্য। ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারীদের জন্য যা রীতিমতো বিস্ময়ের সংবাদ বলা চলে।
বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন যে বিশ্বব্যাপী বাজার সম্প্রসারণে দ্রুত এগিয়ে চলেছে এটি তার একটি উদাহরণ। বিশেষ করে উন্নত বিশ্বে রফতানির জন্য প্রস্তুতকৃত বেশ কিছু মডেলের নো ফ্রস্ট ফ্রিজ মেলায় নতুন এসেছে বলেও জানান তিনি।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, ক্রেতাদের দোরগোড়ায় নিত্যনতুন প্রযুক্তির পণ্য পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। ক্রেতা সাধারণের জন্য নিয়মিত গবেষণার মাধ্যমে ওয়ালটন বাজারে এসব নতুন পণ্য নিয়ে আসছে।
এবারের মেলায় শুরু থেকেই প্রচুর ক্রেতা-দর্শনার্থী আসছেন এবং বিক্রিও হচ্ছে ভালো বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
টিআই