ঢাকা: নতুন নতুন মোবাইল ডিভাইস রিলিজের ধারা বজায় রেখে এডিসন গ্রুপ এবারও বাজারে নিয়ে এলো নতুন হ্যান্ডসেট ‘সিম্ফনি এইচ২৫০’। ডিজাইন ও স্পেক থেকে শুরু করে হ্যান্ডসেটটিকে দেওয়া হয়েছে অপূর্ব নির্মাণ শৈলী ও নতুন সব প্রযুক্তির সংমিশ্রণ।
সিম্ফনি এইচ২৫০ হ্যান্ডসেটটির উভয় পাশেই সম্পূর্ণ গ্লাস লেমিনেশনে ঢেকে দেওয়া হয়েছে যা, ফোনটিকে করেছে নজরকাড়া ও আকর্ষণীয়। উন্নতমানের গ্লাস আর নিউ জেনারেশন ইউনিবডি ডিজাইনের কারণে এটি সিম্ফনিতে যুক্ত হওয়া সবচেয়ে সুন্দর ডিভাইসগুলোর একটি।
হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ৫ ইঞ্চি এইচডি আইপিএস প্যানেল, যা শুধু ঝকঝকে ছবিই নয়, দেবে ২৯৪ পিপিআই’র ডিসপ্লে প্যানেলে ভিডিও।
সিম্ফনি এইচ২৫০ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ৬৪বিট কোয়াড কোর প্রসেসর যা ১.৩ গিগাহার্জ স্পিড এ অ্যাপ্স, গেম, ব্রাউজিং সব কিছুতেই সুপারস্মুথ স্পিড ও স্ট্যাবিলিটি দেবে। দুই গিগাবাই ৠামের মোবাইলটিতে মাল্টিটাস্কিং ও গেম খেলা যাবে দ্রুতগতিতে।
হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা; যাতে রয়েছে স্যামসাং ৩এল২ ও এফ২.২ এপারচার। যার মাধ্যমে তোলা ছবি দেখে মনে হবে জীবন্ত। আর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তেলা যাবে উজ্জল সব সেলফি। যাতে ভিডিও কল হবে অনেক উন্নত।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জেডএস