ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে পাথরঘাটায় রাজমিস্ত্রি সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে পাথরঘাটায় রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা(বরগুনা): বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে বরগুনার পাথরঘাটায় রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

র্নিমাণ শিল্পে ব্যবহৃত পণ্যের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগে ধারণা দেওয়ার জন্য মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পাথরঘাটা পৌর শহরের চৌধুরী মার্কেটের পঞ্চম তলার সেমিনার কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।



বসুন্ধরা সিমেন্টের পাথরঘাটা উপজেলার পরিবেশক ও পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বসুন্ধরা সিমেন্টের ডিএসআই কে এম ইফতেখার মাহমুদ, বিশেষ অতিথি বসুন্ধরা সিমেন্টের এএসএস (পটুয়াখালী) সঞ্জয় কুমার সরকার, সিএসই (খুলনা) মো. কাওসার হোসেন, টিএসই (বরগুনা) মো. মেহেদি হাসান মুসুদ এবং বসুন্ধরা সিমেন্টের কাকচিড়া ইউনিয়নের পরিবেশক মো. নিরু খান।

সভায় বসুন্ধরা সিমেন্টের ডিএসআই কে এম ইফতেখার মাহমুদ তার বক্তব্যে বলেন, সিমেন্ট শিল্পে বাংলাদেশে সর্বোচ্চ উৎপাদনক্ষম একমাত্র কারখানা রয়েছে বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট (৫.০৫ মিলিয়ন টন) উৎপাদন করছে এ প্রতিষ্ঠানটি। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তি ভিআরএম যা সিমেন্টর সুক্ষতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়ী শক্তির নিশ্চয়তা দেয়।

বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল ব্যবহার থেকে শুরু করে স্বয়ংক্রিয় কমপিউটার প্রযুক্তি অনুসরণ করে। বসুন্ধরা সিমেন্টের অন্যতম প্রধান উপাদান স্ল্যাগ এর বিশেষত্ব উপস্থাপন করা হয়। স্ল্যাগ ক্ষতিকর সালফার এবং ক্লোরাইড প্রতিরোধক। ফলে, বসুন্ধরা সিমেন্টে সালফার ও ক্লোরাইড রেজিস্টেন্স সিমেন্ট হিসেবেও ব্যবহার করা যায়।

দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু এপ্রোচ সড়ক এবং মেগা পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতেও ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।  

এ সম্মেলনে শতাধিক রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। উপস্থিত রাজমিস্ত্রিদের সিমেন্টের বিষয় ধারণা দেওয়া হয় এবং রাজমিস্ত্রিরাও তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।