ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রকল্পে প্রস্তাবের ক্ষেত্রে দেশের স্বার্থ আগে দেখতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
প্রকল্পে প্রস্তাবের ক্ষেত্রে দেশের স্বার্থ আগে দেখতে হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

ঢাকা: দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনসহ অনেকে প্রস্তাব দেবে। প্রস্তাব বিবেচনায় দেশের স্বার্থ সবার আগে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দেবে অর্থ মন্ত্রণালয়।


 
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
তিনি বলেন, এখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনসহ অনেকে প্রস্তাব দেবে এটাই স্বাভাবিক। তবে তাদের প্রস্তাব বিবেচনায় আমাদের দেশের স্বার্থের বিষয়টি প্রাধান্য দিতে হবে। সেজন্য উন্নয়ন প্রকল্পে চীনের প্রস্তাবে সতর্ক থাকতে বিভিন্ন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএমএ/এইচআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।