ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আস্থা অর্জন করেছে বসুন্ধরা টিস্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আস্থা অর্জন করেছে বসুন্ধরা টিস্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ‘বসুন্ধরা টিস্যু নরম, এর শোষণ ক্ষমতাও বেশি ও সুগন্ধযুক্ত। শুরু থেকে এখন পর্যন্ত বসুন্ধরা টিস্যু একই গুণগত মান ধরে রেখে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) রাতে ময়মনসিংহের স্থানীয় একটি হোটেলে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মাসুদুজ্জামান এসব কথা বলেন।

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উৎপাদিত বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কিম ২০১৫’র সাফল্য উদযাপন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়েঅজন করা হয়।

বসুন্ধরা টিস্যুর পরিবেশক স্থানীয় ফাল্গুনী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাহাবুবে আলম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহীনুর রহমান, বিক্রয় ব্যবস্থাপক কাজী ইমদাদুল হক ও অহিদুল ইসলাম।  

অনুষ্ঠানে মো. মাসুদুজ্জামান বলেন, ২০০০ সালে যাত্রা মুরু করে বসুন্ধরা টিস্যু। বর্তমানে এটি দেশের সেরা টিস্যু হিসেবে সুনাম অর্জন করেছে। শুধুমাত্র তা সম্ভব হয়েছে পণ্যের গুণগত মান, সঠিক পরিকল্পনা ও ডিস্ট্রিবিউটরদের পরিশ্রমের কারণে।

শাহীনুর রহমান বলেন, বাজারে বসুন্ধরা টিস্যুর কাছাকাছি অন্য কোনো টিস্যু নেই। এ টিস্যু দেশের অন্যতম প্রধান ব্র্যান্ড হিসেবে পরিচিত।

অনুষ্ঠানে খুচরা ব্যবসায়ীদের নিয়ে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে জয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।