ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভর্নর রাজশাহী যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
গভর্নর রাজশাহী যাচ্ছেন শুক্রবার গভর্নর ড. আতিউর রহমান

রাজশাহী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান দুই দিনের সফরে রাজশাহী আসছেন। শুক্রবার (২২ জানুয়ারি) তিনি উত্তরের জেলা রাজশাহীতে আসবেন।



সফরসূচি অনুযায়ী গভর্নর শুক্রবার বিকেলে পৌঁছে, পৌনে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অর্থনীতি বিভাগের ৬০ বছর পূর্তি ও অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।

গভর্নর ড. আতিউর রহমান আগামী শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে নতুন উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যাংকসমূহের সঙ্গে মতবিনিময় করবেন।

সকাল ১০টায় রাবি পাঠক ফোরাম আয়োজিত ‘জীবনের কথা অর্থনীতির কথা’ শীর্ষক সেমিনারে যেগদান ও দুপুর সোয়া ১২টায় নামো ভদ্রা এলাকায় প্রাকৃতিক সংরক্ষণাগার পরিদর্শন করবেন।

এরপর বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।