বাণিজ্য মেলা থেকে: ঘর সাজাতে গৃহিণীদের প্রথম পছন্দ ফার্নিচার। বিছানা থেকে শুরু করে দেয়ালের আল্পনাটিও যেন মনোমুগ্ধকর হয় সে দিকে নজর দেন তারা।
তাদের কথা ভেবেই বাজারে কাঠের তৈরি হরেক রকম আসবাবপত্র নিয়ে এসেছে আকতার ফার্নিচার। অত্যাধুনিক প্রযুক্তিতে সলিড কাঠের তৈরি দৃষ্টিনন্দন ফার্নিচার শোভা পাচ্ছে আকতারের প্যাভিলিয়নে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২৪ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে গিয়ে এমনটাই দেখা গেল।
সরেজমিনে দেখা যায়, প্রায় ২০০ এর বেশি নকশায় তৈরি বিভিন্ন ফার্নিচার দেখতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন প্যাভিলিয়নে। অনেকে মূল্য ছাড়ে কিনছেন পছন্দের পণ্যটি। গৃহস্থলী পণ্যে ১৫ ও অফিস ফার্নিচারে ১০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে আকতার।
আকতার ফার্নিচারের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতিবছরই বাণিজ্য মেলায় ক্রেতাদের নতুন পণ্য দেওয়ার পরিকল্পনা থাকে। এরই ধারাবাহিকতায় এবার ৪০ শতাংশ নতুন পণ্য মেলায় আনা হয়েছে।
এছাড়া সব শ্রেণির গ্রাহকদের জন্য মোট মূল্যের ওপর ছাড় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আকতার ফার্নিচারের বিভিন্ন উপকারিতা বিশ্লেষণ করে তাজুল ইসলাম জানান, আকতারের প্রতিটি ফার্নিচার তৈরি হয় সলিড কাঠ দিয়ে। ফলে ফার্নিচার দীর্ঘস্থায়ী হয়। গুণগত মান ঠিক রাখেতে উন্নত মানের ল্যাকার ও জার্মানির এক্সেসরিজ ব্যবহার করা হয়।
আকতারের তিনতলা প্যাভিলিয়নে ফার্নিচারগুলো বিভিন্ন স্তরে সাজানো রয়েছে। আকর্ষণীয় এসব ফার্নিচার ক্রেতা-দর্শনার্থীদের বেশ টানছে। কোয়ালিটির বেডরুম, কিচেন কেবিনেট, সোফা সেট, ডাইনিং সেট, ডাইনিং রুম কেবিনেটসহ বিভিন্ন ফার্নিচার সাজানো রয়েছে প্যাভিলিয়নে।
মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লেগে আছে বলে জানান বিক্রয় কর্মীরা।
প্রতিষ্ঠানের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শুধু দেশেই নয়, আকতার ফার্নিচার এখন বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে।
রাজধানীর ধানমণ্ডি থেকে আসা আনোয়ারা বেগম বলেন, এবারের মেলায় আকতারের ফার্নিচারে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার দেখা যাচ্ছে।
‘আমার বেড সেট আর ডাইনিং সেট পছন্দ হয়েছে। কাল এসে কিনে নিয়ে যাবো,’ বলেন তিনি।
** ছুটির দিনে পরিবার নিয়ে মেলায়
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
একে/জেডএফ/এমএ