ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রামে এক্সিম ব্যাংকের মেজবান অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, জানুয়ারি ২৩, ২০১৬
চট্টগ্রামে এক্সিম ব্যাংকের মেজবান অনুষ্ঠিত

ঢাকা: গ্রাহকদের সম্মানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে এক্সিম ব্যাংক।

শনিবার (২৩ জানুয়ারি) দ্যা কিং অব চিটাগাং-এ এ মেজবানের আয়োজন করা হয়।



মেজবানে অতিথিদের অভ্যর্থনা জানান ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন ইসলাম, মো. নুরুল আমিন ফারুক, মো. হাবিব উল্লাহ ডন, লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার), খন্দকার মো. সাইফুল আলম, আব্দুল্লাহ আল জহীর স্বপন, নাসিমা আক্তার, স্বতন্ত্র পরিচালক মুহাম্মদ সিকান্দার খান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।