যশোর: যশোরের কেশবপুরে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) কেশবপুর আবু শারাপ সাদেক অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেশবপুরের এম জামান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্টের খুলনা ডিভিশনের ডেপুটি সেলস ম্যানেজার জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- বসুন্ধরা সিমেন্টের যশোরের এরিয়া সেলস ম্যানেজার নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্টের সেলস এক্সিকিউটিভ সোহানুর রহমান, জাফরুল ইসলাম, চিন্ময় দত্ত, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মুশফিক আলম, সোনালী করপোরেশনের স্বত্বাধিকারী আবু হোসেন বায়েজিদ ফিরোজ, রাজমিস্ত্রি হারুন অর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, সিমেন্ট শিল্পে বাংলাদেশে সর্বোচ্চ উৎপাদনক্ষম আধুনিক কারখানা রয়েছে একমাত্র বসুন্ধরা সিমেন্টের। বর্তমানে দেশের সবচেয়ে বেশি সিমেন্ট (৫.০৫ মিলিয়ন টন) উৎপাদন করছে এই প্রতিষ্ঠান। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে জার্মান প্রযুক্তির ভি আর এম, যা সিমেন্টের সূক্ষ্মতা বাড়িয়ে দেয় এবং স্থাপনার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করে।
তিনি আরও বলেন, বসুন্ধরা সিমেন্ট কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদনের প্রতিটি ধাপে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড প্রযুক্তি অনুসরণ করে। এর মূল উপাদান স্ল্যাগ ক্ষতিকর সালফার ও ক্লোরাইড প্রতিরোধক।
বক্তারা জানান, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদীশাসন প্রকল্প, পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড, মেগা পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের মতো বড় বড় স্থাপনায়ও ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় কেশবপুর ও মণিরামপুর উপজেলার শতাধিক রাজমিস্ত্রি ও ডিলার অংশ নেন।
এতে রাজমিস্ত্রিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইঞ্জিনিয়ার মুশফিক আলম। কর্মশালা শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে রাজমিস্ত্রিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএম