ঢাকা: আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ তাগিদ দিয়েছেন বলে জানান বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী।
বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের শুধু রাজনৈতিক বিষয় নিয়ে ভাবলে চলবে না। তাদের বাংলাদেশি পণ্যের বাজার তৈরির প্রচেষ্টা চালাতে হবে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে। বিদেশে কীভাবে দেশীয় পণ্যের বাজার তৈরি করা যায়, সে ব্যবস্থা করতে হবে। কোন দেশে কোন পণ্যের চাহিদা আছে, কোন পণ্য কোন দেশের বাজারে বেশি চলে, সে বিষয়গুলোও খুঁজে বের করতে হবে।
পররাষ্ট্রনীতি অনুযায়ী ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’ এ নীতির ভিত্তিতে দেশি পণ্য বিদেশি বাজারে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে তার ৮৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। জন্মদিনের প্রসঙ্গটি প্রথমে তোলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা অর্থমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসকে/জেডএফ/টিআই