ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাপোল (যশোর): দেশের বৃহত্তম স্থলবন্দরে অবস্থিত বেনাপোল কাস্টমস হাউজে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিব-২০১৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাস্টমস কর্মকর্তা-কর্মচারী, সিঅ্যান্ডএফ কর্মকর্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।



র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন কর্মকর্তা সুলতান ইকবাল, জেলা প্রশাসক হুমায়ন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ

র‌্যালি বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বিশ্বের ১৭৮টি দেশে এক সঙ্গে কাস্টমস দিবস পালিত হচ্ছে। কাস্টমসের উন্নয়ন কাজে সরকার আন্তরিক। দেশের সবগুলো বন্দরে একই নিয়মে আমদানি পণ্য খালাস হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দ্রুত পণ্য খালাসে সহযোগিতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় সঠিকভাবে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সকাল ১১টা থেকে কাস্টমস ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের মত বিনিময় সভা শুরু হয়। সভায় বাংলাদেশ কাস্টমসের ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শন, মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।