ঢাকা: ব্যবসায়ীদের নতুন সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০১৬ সালের ঢাকা সাউথের বাজেট উপস্থাপন ও অনুমোদিত করার জন্য গত শনিবার রাজধানীর সিক্স সিজনে সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় সংগঠনের পক্ষ থেকে পুরো বছরের কর্মপরিকল্পনা তৈরি এবং উপস্থাপন করা হয়েছে।
জেসিআই ঢাকা সাউথের সভাপতি তানভীর আমান বলেন, তরুণদের কাজে উৎসাহিত করা খুব জরুরি আমাদের দেশের জন্য । দেশকে উন্নত করতে হলে তরুণদের সব ধরণের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে এক-একজন তরুণকে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজকে এগিয়ে নিতে সহায়াতা করতে হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে সবধরনের সহযোগিতা করবে জেসিআই।
সংগঠনটি নিয়মিত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচির মতো বিভিন্ন সামাজিক সহায়তামূলক কাজও পরিচলানা করছে বলে সভায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআইএস