ঢাকা: কম প্রেসারের সর্বোচ্চ আট বছরের গ্যারান্টি দিয়ে ফ্রিজ বিক্রি করছে মাই ওয়ান।
এছাড়া ১৪টি ইলেক্ট্রনিক্স পণ্যে রয়েছে ১৫ শতাংশ মূল্য ছাড় এবং ওয়ারেন্টি।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মাই ওয়ানের প্যাভিলিয়ন ঘুরে এ তথ্য জানা গেছে। তবে এবারের বাণিজ্যমেলায় মাই ওয়ানের মূল লক্ষ্য হচ্ছে, তাদের নতুন ব্রান্ড মাই চয়েজকে ক্রেতা সাধারণের কাছে পরিচয় করিয়ে দেওয়া।
১৭ হাজার চারশ’ ২৫ টাকা থেকে শুরু করে ত্রিশ হাজার ২শ’ টাকা পর্যন্ত মূল্যের বিভিন্ন মডেলের ফ্রিজ আট বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে বিক্রি করছে মাই ওয়ান। এ প্যাভিলিয়নে এক লাখ ১৪ হাজার সাতশ’ ৫০ টাকা মূল্যের ফ্রিজ রয়েছে।
এক টন এসির মূল্য ৩৬ হাজার তিনশ’ ৮০ টাকা, যাতে তিন বছরের রিপ্লেস গ্যারান্টি রয়েছে।
এছাড়া এলইডি ২৪" ইঞ্চি টিভি ১৪ হাজার চারশ’ ৫০ টাকা, স্মার্ট এলইডি ৬৫" ইঞ্চি টিভি এক লাখ ৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। রয়েছে ৩২" ইঞ্চির এলইডিও। এ সকল এলইডি টিভির প্রতিটির প্যানেল গ্যারান্টি রয়েছে দুই বছরের।
মাই ওয়ানের সিলিং ফ্যানে রয়েছে সাত বছরের গ্যারান্টি। এছাড়া টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, আয়রন, রাইস কুকার, ইনডাকশন, ইন ফ্রারেড কুকার, রুম হিটার- এ সকল পণ্যে রয়েছে এক বছরের ওয়ারেন্টি।
মাই ওয়ানের ব্লেন্ডারের মূল্য এক হাজার ২০ টাকা থেকে এক হাজার নয়শ’ ৪০ টাকা। ইলেক্ট্রিক কেটলি আটশ’ ৫০ টাকা ও আয়রন পাঁচশ’ ৯৫ টাকা থেকে এক হাজার ৬০ টাকায় পাওয়া যাবে মাই ওয়ান প্যাভিলিয়নে।
বিক্রেতাদের দাবি, মেলার মধ্যে সবচেয়ে কম দামি ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রি হচ্ছে মাই ওয়ানের। মাই ওয়ানের ঘরোয়া ইলেক্ট্রনিক্স পণ্য ও টিভি মাই চয়েজ নামে পাওয়া যাবে।
মাই ওয়ানের চেয়েও আকর্ষণীয় ডিজাইনে ও গুণগত মান নিশ্চিত করে মাই চয়েজ বাজারজাত করা হচ্ছে বলে জানান প্যাভিলিয়নের ইনচার্জ মো. ইলিয়াছ।
তিনি বলেন, আধুনিক মডেল ও কম মূল্য নিয়ে গাজীপুরের কারখানা থেকে সরাসরি পণ্য নিয়ে আসা হয় মেলায়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এফবি/এএসআর
** শিশুদের ভিড় গাজী টয় প্যাভিলিয়নে
** সিআরটির দামে ওয়ালটনের এলইডি টিভি