ঢাকা: বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল জে ডিলেনি।
‘সাস্টেইন্যাবিলিটি কমপ্যাক্ট’ শীর্ষক দ্বিতীয় পর্যালোচনা সভায় অংশ নিতে এ সফরে আসছেন তিনি।
তার সফরসঙ্গী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের শ্রম বিষয়ক পরিচালক মাইকেল ও’ ডোনোভান, পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি সারা ফক্স, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ক অফিস পরিচালক ব্রুস লেভিন এবং শ্রম দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক ব্যুরোর অ্যাসোসিয়েট ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা কারখানা ধসের পর দেশের তৈরি পোশাক খাত ও নীটওয়্যার শিল্পের শ্রমিক অধিকার ও কারখানা নিরাপত্তার ক্রমাগত উন্নয়নের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের গৃহীত ওই যৌথ উদ্যোগ ‘সাস্টেইন্যাবিলিটি কমপ্যাক্ট’ নামে পরিচিত।
দেশের শ্রমিকদের শ্রম, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য এবং এ দেশের পোশাক খাতে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টিতে এ কমপ্যাক্টের প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সরকারের আয়োজনে ‘সাস্টেইন্যাবিলিটি কমপ্যাক্ট’র এ দ্বিতীয় পর্যালোচনা সভায় প্রতিনিধি দলটির পাশাপাশি যোগ দিচ্ছে ইইউ ও আইএলও। এ সভার লক্ষ্য অগ্রগতির অর্জনগুলোকে নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনার দিকে আলোকপাত করা।
সাস্টেইন্যাবিলিটি কমপ্যাক্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে নিম্নোক্ত ওয়েবসাইটে (http://trade.ec.europa.eu/doclib/docs/2013/july/tradoc_151601.pdf) পর্যালোচনা সভার আরও খবর জানতে ক্লিক করতে হবে (http://trade.ec.europa.eu/doclib/events/index.cfm?id=143) ওয়েবসাইটে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এইচএ/