ঢাকা: রাজধানীর শেরেবাংলানগরে চলছে মাসব্যাপী ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ ছাড়াও মেলায় অংশ নিয়েছে বিশ্বের ২২টি দেশ।
কিন্তু মেলার বাইরে ফুটপাতেও নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। মেলায় তাদের ঠাঁই না হলে কী? ফুটপাতে বসতে তো মানা নেই।
তাই মেলা মাঠে প্রবেশের প্রধান পথের দুই পাশের পুরোটা দখল করে কারবার করছেন তারা। ছুটির দিন শনিবার (৩০ জানুয়ারি) ছিল মেলায় ক্রেতা-দর্শনাথীদের উপচে পড়া ভিড়।
রাস্তার বেশ অংশ দখল হয়ে যাওয়ায় বেশ বিরক্তি প্রকাশ করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। তবে সেক্ষেত্রে কোনো ক্রুক্ষেপ নেই হকার কিংবা ফুটপাতের বিক্রেতাদের।
স্ত্রী-সন্তান নিয়ে দুপুরে মেলায় এসেছেন সরকারি কর্মকর্তা রবিউল ইসলাম। বললেন, গাড়ি থেকে নেমেই মেলা মাঠের দিকে এগিয়ে যাওয়াই দায়।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রধান প্রবেশ পথ থেকে দুই দিকের মূল সড়কের দুইপাশে হকাররা ভ্যানিটি ব্যাগ, চাদর, টেবিল ক্লথ, রান্নাঘরের সরঞ্জাম, চুড়ি ও ভ্যারাইটিজ খাবার বিক্রি করছেন হকাররা। এতে গ্রাহকদেরও ভিড় দেখা গেছে।
জানতে চাইলে একাধিক হকার বলেন, সারাদিন মেলায় অবস্থানের জন্য মেলা আয়োজনের সঙ্গে জড়িত লোকজনকে দুই হাজার টাকা দিতে হয়। বেচাকেনাও বেশ ভালো হয়।
এ বিষয়ে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব রেজাউল করিম বাংলানিউজকে বলেন, মেলায় হকার নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশের। আমরা এসব কিছু দেখাশোনা করি না। টাকা নেওয়ার প্রশ্নই আসে না।
তবে বাণিজ্য মেলার দায়িত্বে নিয়োজিত শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাণিজ্য মেলার আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের, বাইরের নয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসই/এমএ