ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা: বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০১৬-২০১৮ বছরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল), চট্টগ্রামের কমিশনার ড. মো. সহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



শনিবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করেন সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার মো. জামাল হোসেন ও  কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার।

আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল কাইউম ও মোহাম্মদ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ পদে কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মিলন শেখ ও অফিস সেক্রেটারি পদে মো. মিনহাজ উদ্দিন পাহলোয়ান নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে কাজী মোস্তাফিজুর রহমান, বেগম মোবারা খানম, নাহিদা ফরিদী, মো. তাসনিমুর রহমান, মোহাম্মদ এহতেশামুল হক, হাসান মুহাম্মদ তারেক রিকাবদার, মুস্তাফিজুর রহমান, নূর উদ্দিন মিলন, মো. নাহিদুন্নবী, মো. আহসান উল্লাহ এবং মো. ইফতেখার আলম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।