ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’সহ দুই সংগঠনকে কর অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’সহ দুই সংগঠনকে কর অব্যাহতি

ঢাকা: ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ ও ‘ললিত মোহন ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন’কে আয়কর অব্যাহতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী ‘নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল’ করার শর্তে সংগঠন দুটিকে এ অব্যাহতি দেওয়া হয়েছে।



সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান (এনবিআর) মো. নজিবুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত দুইটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দুইটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৪৪ ধারার ৪ উপধারা অনুযায়ী নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করার শর্তে উহার সমুদয় আয়ের উপর আরোপনীয় কর প্রদান হইতে অব্যাহতি প্রদান করা হইলো। ’

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।