ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফারমার্স ব্যাংক

আপাতত চেয়ারম্যান থাকছেন চিশতী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
আপাতত চেয়ারম্যান থাকছেন চিশতী মাহবুবুল হক চিশতী

ঢাকা: ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহতি প্রদানের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের করা এক আবেদনের নিষ্পত্তি করে সোমবার (০১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।



একইসঙ্গে ১৫ ফেব্রুয়ারির মধ্যে এ বিষয়ে জারি করা রুল বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে শুনানি করতে বলেছেন আপিল বিভাগ।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক।

এছাড়া মাহবুবুল হক চিশতীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
 
আদেশের পরে এ কে রাশিদুল হক বলেন, ‍‌ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ এনে ২০১৫ সালের ১৭ মে ফারমার্স বাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে অব্যাহতি দেন কেন্দ্রীয় ব্যাংক।

এর বৈধতা চ্যালেঞ্জ করে মাহবুবুল হক চিশতী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে ওই বছরের ২৭ মে কেন্দ্রীয় ব্যাংকের অব্যাহতির আদেশ স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চলতি বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক আপিল বিভাগে যান।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০১৬
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।