ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অন্যদের অনুসরণের জন্যই সরকারি ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
অন্যদের অনুসরণের জন্যই সরকারি ব্যাংক অর্থমন্ত্রী আবুল মাল ‍আব্দুল মুহিত

ঢাকা: সরকারি প্রতিষ্ঠানের আদর্শ, রীতি-নীতি, কর্মকাণ্ড, দক্ষতা, নিয়ম-নীতি, বিধিমালা, প্রতিযোগিতামূলক মনোভাব প্রভৃতি অন্যদের অনুসরণ করার জন্যই ব্যাংক প্রতিষ্ঠা কর‍া হয়েছে। কিন্তু সরকারে এই স্বপ্ন ব্যর্থ।



সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) সরকারি কোষাগারে দেওয়া লভ্যাংশের চেক গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল ‍আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, যতগুলো সরকারি ব্যাংক আছে এদের মধ্যে বিডিবিএলের রেকর্ড ভালো। ‘বাংলাদেশ শিল্প ব্যাংক’ ও ‘বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা’ এ দুটো প্রতিষ্ঠানকে একীভূত করে বর্তমান সরকার বিডিবিএল প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে বিডিবিএল-এর ২০১৪ সালের পঞ্জিকা বছরের লভ্যাংশ বাবদ ১০ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমান।

এসময় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং বিডিবিএল-এর পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet